যুব উন্নয়ন অধিপ্তর, বরিশাল জেলা কার্যালয় পরিচালিত ‘পোষাক তৈরী’ প্রশিক্ষণ কোর্সে এপ্রিল-জুন/202৩ (০৩ মাস) মেয়াদে 18-35 বছর বয়সের যুবনারীদের নিকট হতে অলাইন ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
বিস্তারিত
প্রশিক্ষণার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। www.nise.gov.bd এই লিংকে প্রবেশ করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর বিষয়ভিত্তিক আবেদন করতে হবে। (ভর্তি ফি’ এখন পরিশোধ করতে হবে না। শুধুমাত্র মৌখিক পরিক্ষায় উত্তীর্ন প্রার্থীদের নিকট থেকে ভর্তির সময় সরাসরি ভর্তি ফি’ জমা নেয়া হবে) ।
হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
অনলাইনে আবেদনকৃত সিভি এর সাথে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যয়িত ছায়ালিপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, স্থানীয় চেয়ারম্যান / সিটি কর্পোরেশন এর কাউন্সিলর কর্তৃক দেও নাগরিক সনদ, জাতীয় পরিচয় পত্রের/জন্ম নিবন্ধন এর কপি সংযুক্ত করে সংশ্লিষ্ট ট্রেডে জমা দিতে হবে।*
অধ্যয়নরত ছাত্র/ছাত্রী ও চাকুরীজীবিদের আবেদন গ্রহন যোগ্য নয়।