Wellcome to National Portal
Main Comtent Skiped

Service List

সেবার তালিকাঃ

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপপরিচালকের কার্যালয়

যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশাল।

 

সিটিজেন চার্টার (নাগরিক সনদ) বিষয়ক তথ্যাদি

 

অনিঃশেষিত কর্ম্যেদ্যমের প্রতীক যুব সমাজ। যুবদের সুশৃঙ্খল ও সুসংগঠিত করে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্তকরণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা, জ্ঞান ও দক্ষতা প্রদানের মাধ্যমে মানব সম্পদে পরিণত করার লক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশাল জেলার নিম্নবর্নিত কর্মসূচি চালু রয়েছেঃ

 

  1. বেকার যুবদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রমিক্ষণ কর্মসূচি;
  2. প্রশিক্ষিত যুবদের আত্মকর্মসংস্থান ও যুব ঋণ কর্মসূচি;
  3. দারিদ্র্য বিমোচন কর্মসুচি;
  4. বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি যেমন-প্রাথমিক স্বাস্থ্যসচেতনতা, জনসংখ্যা  নিয়ন্ত্রণ, ইভটিজিং,মাদক, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী কর্মসূচি,নারীর কাষমতায়নসহ জনহিতকর কর্মসূচি গ্রহণে যুব সমাজকে উদ্বুদ্ধকরণ ও সহায়তা দান;
  5. যুব নেতৃত্ব বিকাশের জন্য প্রশিক্ষণ কর্মসূচি;
  6. স্বেচ্ছাসেবী যুবসংগঠনসমূহকে বিভিন্ন জাতীয় উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণ কর্মসূচি;
  7. জনসংখ্যা নিয়ন্ত্রন এবং পরিবার কল্যাণ কর্মকান্ডে যুবদের সম্পৃক্তকরণ কর্মসূচি;
  8. পরিবেশ উন্নয়ন এবং গোষ্ঠী উন্নয়ন কর্মকান্ডে যুবদের সম্পৃক্তকরণ কর্মসূচি।

 

 

প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সংক্রান্ত

 

ক্রমিক নং

প্রশিক্ষণ কোর্সের নাম ও প্রশিক্ষণ কেন্দ্রের নাম

প্রশিক্ষণ সেশন

প্রশিক্ষণ কোর্সের মেয়াদ

প্রশিক্ষণ গ্রহণকারীর ণ্যূনতম শিক্ষাগত যোগ্যতা

প্রশিক্ষণ গ্রহণকারীর বয়স ও যোগ্যতা

আবেদনপত্র জমা দেয়ার সময় ও স্থান

প্রশিক্ষণ ফি ও কোর্সের ধরণ

কম্পিউটার বেসিক এ্যান্ড আইসিটি এ্যাপ্লিকেশন

জুলাই-ডিসেম্বর

জানুয়ারি-জুন

০৬ মাস

এইচ,এস,সি/সমমান

১৮ -৩৫ বছর বয়সের বেকার যুব ও যুব মহিলা

ভর্তি বিজ্ঞপ্তিতে বর্ণিত তারিখ মতে ২নং কলামে বর্ণিত স্থানে

১০০০/=

অনাবাসিক

প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন

জুলাই-ডিসেম্বর

জানুয়ারি-জুন

০৬ মাস

এইচ,এস,সি/সমমান

২০০০/=

অনাবাসিক

ইলেকট্রিক্যাল এ্যান্ড হাউজওয়্যারিং

জুলাই-ডিসেম্বর

জানুয়ারি-জুন

০৬ মাস

অষ্টম শ্রেনি/সমমান

৩০০/=

অনাবাসিক

আর,এসি

জুলাই-ডিসেম্বর

জানুয়ারি-জুন

০৬ মাস

অষ্টম শ্রেনি/সমমান

৩০০/=

অনাবাসিক

পোষাক তৈরি

জুলাই-সেপ্টেম্বর,

অক্টোবর -ডিসেম্বর

জানুয়ারি- মার্চ, এপ্রিল-জুন

০৩ মাস

অষ্টম শ্রেনি/সমমান

৫০/=

অনাবাসিক

ব্লক, বাটক ও স্ক্রীণ প্রিন্টিং

জুলাই-অক্টোবর নভেম্বর- ফেব্রুয়ারি, মার্চ-জুন

০৪মাস

অষ্টম শ্রেনি/সমমান

৫০/=

অনাবাসিক

মৎস্য চাষ

প্রতি মাস

০১মাস

অষ্টম শ্রেনি/সমমান

৫০/=

অনাবাসিক

মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এ্যান্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন

জুলাই-ডিসেম্বর

জানুয়ারি-জুন

০৬মাস

এইচ,এস,সি/সমমান

৫০০/=

অনাবাসিক

 

ক্রমিক নং

প্রশিক্ষণ কোর্সের নাম ও প্রশিক্ষণ কেন্দ্রের নাম

প্রশিক্ষণ সেশন

প্রশিক্ষণ কোর্সের মেয়াদ

প্রশিক্ষণ গ্রহণকারীর ণ্যূনতম শিক্ষাগত যোগ্যতা

প্রশিক্ষণ গ্রহণকারীর বয়স ও যোগ্যতা

আবেদনপত্র জমা দেয়ার সময় ও স্থান

প্রশিক্ষণ ফি ও কোর্সের ধরণ

(ক)গবাদিপশু,হাঁস-মুরগীপালন,প্রাঃচিঃ মৎস্য চাষ ও কৃসি এবং ছাগল ও ভেড়া পালন

জুলাই-সেপ্টেম্বর,

নভেম্বর- জানুয়ারি

মার্চ-মে

 

০৩ মাস

অষ্টম শ্রেনি/সমমান

২০০/=

আবাসিক

(খ) সংক্ষিপ্ত কৃষি বিষয়ক প্রশিক্ষণ

অক্টোবর মাস

ফেব্রুয়ারি মাস

জুন মাস

 

০১ মাস

অষ্টম শ্রেনি/সমমান

২০০/=

আবাসিক

 

-অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সংক্রান্ত

 

প্রতিটি উপজেলা কার্যালয় নির্ধারিত কতিপয় ট্রেড ছাড়াও স্থানীয় চাহিদার ভিত্তিতে সাড়া বছর সর্বোচ্চ ৭/১৪/২১ দিনব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করেন এবং প্রশিক্ষণ গ্রহণকারীগণ তাদের প্রকল্প স্থাপন/সম্পসারণের জন্য ঋণ সুবিধা পান।

প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা  # উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক নির্ধারিত সংশ্লিষ্ট উপজেলার বিভিন্ন স্থান

যোগাযোগ                  # সংশ্লিষ্ট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

 

গ.                                                        যুব ঋণ সংক্রান্ত

 

নং

 

ঋণের ধরণ

ঋণ গ্রহীতাদের যোগ্যতা

ঋণের পরিমান

(একক)

ঋণ পরিশোধের সময়সীমা ও কিস্তি

সার্ভিস চার্জ

সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সময়

 

১.

আত্মকর্মসংস্থান প্রকল্প

(একক)

ক) যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষত যুব ও যুব মহিলা

২৫ হাজার হতে ৭৫ হাজার টাকা

০৩ মাস অনুগ্রহকাল বাদে পরপর ২৪ টি মাসিক কিস্তিতে ঋণ  পরিশোধযোগ্য।

১০%

ক্রমহ্রাসমান হারে

অনধিক ২ মাস

২.

পরিবার ভিত্তিক ক্ষুদ্র ঋণ (দল ও কেন্দ্র ভিত্তিক)

পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচির দল ও কেন্দ্র সদস্য

১ম বছরে ৮ হাজার টাকা, পর্যায়ক্রমে পরবর্তী ৫ম বছরে ১৬ হাজার টাকা পর্যন্ত।

সাপ্তাহীক কিস্তিতে (ঋণ গ্রহণের ১ বছরের মধ্যে)

১০%

ক্রমহ্রাসমান হারে

অনধিক ২ মাস

 

যোগাযোগঃ

 

প্রশিক্ষণ গ্রহণকারীগণ তাদের প্রকল্প স্থাপন/সম্প্রসারণের জন্য উপযুক্ত ছকে বর্নিত ঋণ সুবিধা পাবেন । যুব ঋণের আবেদন পত্র সংগ্রহ, তথ্য ও ঋণ প্রদানের যাবতীয় কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট উপজেলা যুব উন্নয়ন কার্যালয় যোগাযোগ করতে হবে এবং প্রতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণের জন্য উপ পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, বাংলাবাজার যোগাযোগ করতে হবে।

 

                                                        অন্যান্য

 

  • দেশ ও জাতি গঠনে যুব সমাজকে সম্পৃক্তকরণের লক্ষ্যে স্বেচ্ছাসেবী যুব সংগঠনকে তালিকাভুক্তিকরণ।
  •  আত্মকর্মসংস্থান/ আয়বর্ধক কাজে দৃষ্টান্ত স্থাপনকারী কাজের জন্য জাতীয় যুব পুরস্কার ও যুব কল্যান তহবিল হতে অনুদান প্রদান।
  • যুবদের ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনসমূহকে বিভিন্ন জাতীয় উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণের লক্ষে বিভিন্ন সেমিনার/ কর্মশালা/আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা।
  • প্রতিবছর ১ নভেম্বর যথাযথ গুরুত্বের সাথে জাতীয় যুব দিবস পালন করা।
  • যুব বিনিময় কর্মসূচির আওতায় যুবদের সার্ক ও কমনওয়েলথভুক্ত দেশসমূহ সরকারি ব্যয়ে ভ্রমনের ব্যবস্থা করা।